• শনিবার ১১ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৮ ১৪৩১

  • || ০২ জ্বিলকদ ১৪৪৫

হিলিতে ট্রেনে কাটা পড়ে রেলওয়ে সহকারীর মৃত্যু 

প্রকাশিত: ২০ আগস্ট ২০২৩  

দিনাজপুরের হিলিতে খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নয়ন হোসেন (৩৭) নামের এক রেলওয়ে বুকিং সহকারীর মৃত্যু হয়েছে।

রোববার (২০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা ডাঙ্গাপাড়া রেলস্টেশনের দক্ষিণ পাশে এঘটনা ঘটে। হাকিমপুর রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নয়ন হোসেন উপজেলা পারগোবিন্দপুর এলাকার তোরাব হোসেনের ছেলে। তিনি হিলি রেলস্টেশনের সহকারী টিকিট বুকিং হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, সকালে বাড়ি থেকে হিলি রেলস্টেশনে দায়িত্ব পালন করতে যাচ্ছিল নয়ন। কর্মরতস্থানে না গিয়ে ডাঙ্গাপাড়া রেলস্টেশনের ওপর দিয়ে হাঁটতে থাকে। এসময় খুলনাগামী রুপসা এক্সপ্রেসট্রেনটি পেছন থেকে তাকে ধাক্কা দেয়। পরে পুলিশ নয়নের মরদেহ উদ্ধার করে।

তিনি আরও বলেন, পরিবারের কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ হস্তান্তর করা হয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –